নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ ছড়ায় বাঁধ দিয়ে মাছ ধরতে গিয়ে মাটি ধসে চাপা পড়ে এক রিয়াং শরণার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুরে। জানা গেছে, সোমবার সকালে কাঞ্চনপুরের আশাপীর রিয়াং শরণার্থী শিবিরে বসবাসকারী পাটারুং রিয়াং (২৪) নামের একজন ছড়ায় বাঁধ দিয়ে মাছ ধরতে গিয়েছিল।

কিন্তু মাটি ধসে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। জানা গেছে, তার সঙ্গে আরও দুজন ছিল। তারাও আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে। এদিকে নিহত পাটারুং রিয়াঙের মৃতদেহ নিজেদের কবজায় নিয়ে তার ময়না তদন্ত করতে সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।