নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ আজ কাঞ্চনপুর বাজারে থানার ঠিক সামনে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত এবং জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে ছোটবড় ১৫টি দোকান ও ১০টি বাড়ি৷ আগুন লাগে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ৷

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে সোয়া ছয়টায়৷ যদি দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছত তাহলে ক্ষয়ক্ষতি আরও কম হত৷ আগুনের ভয়াবহতা দেখে এলাকার লোকজন রীতিমতো আতঙ্কে পড়ে যান৷ খবর পেয়ে পুলিস এবং আসাম রাইফেলস জওয়ানরাও আগুন নেভানোর কাজে হাত লাগান৷ দীর্ঘ এক ঘন্টারও বেশী সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে৷