নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অনুমোদিত রাস্তা নির্মাণের কাজে ধীরগতির জন্য ৩২টি রাস্তার কাজ হিন্দুস্তান স্টিলওয়ার্কস কনস্ট্রাকশন লিঃ এর কাছ থেকে তুলে নেওয়া হয়েছে৷ পাশাপাশি সংস্কারের কাজে ধীরগতির জন্য ১২টি রাস্তা এই সংস্থা থেকে তুলে নেওয়া হয়েছে৷ তাছাড়া এনবিসিসি থেকে তুলে নেওয়া হয়েছে চারটি রাস্তার কাজ নির্মাণে ধীরগতির জন্য৷ এর মধ্যে ১১টি রাস্তার নির্মাণ কাজের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দপ্তর থেকে এজেন্সি নিয়োগ করা হয়েছে এবং বাকী রাস্তাগুলির জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে৷

একটি সরকারী সূত্রে জানা গেছে, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে পিএমডিএসওয়াই এ অনুমোদিত কাজের সামগ্রিক পর্যবেক্ষণের জন্য ত্রিপুরা রূর্যাল রোডস ডেভলাপমেন্ট এজেন্সি পুণর্গঠন করা হয়েছে৷ পুনর্গঠিত এই সংস্থার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
জানা গিয়েছে, পিএমজিএসওয়াই প্রকল্পে রাজ্যে এখন পর্যন্ত ৩৪৫২৪০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে৷ আরও ৩৪৯০৭ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে এবং ৩৮৮০ কিলোমিটার রাস্তা নির্মাণ করার জন্য টেন্ডার ডাকা হয়েছে৷ তাছাড়া ১২৫১৪০ কিলোমিটার পুরাতন রাস্তার আপগ্রেডেশান করা হয়েছে৷ ১৩৩৩২ কিলোমিটার পুরাতন রাস্তার আপগ্রেডেশানের কাজ হাতে নেওয়া হয়েছে৷
অসমাপ্ত রাস্তাগুলির নির্মাণের কাজ এবং পাঁচ বছরের সংস্কারের সময়সীমা অতিক্রান্ত হওয়া রাস্তাগুলির কাজ শীঘ্রই শেষ করার জন্য এইচএসসিএল এবং এনবিসিসিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷
বর্তমানে ৩৯টি রাস্তা নির্মাণের কাজ এইচএসসিএল এর হাতে এবং ৫৩টি রাস্তা নির্মাণের কাজ এনবিসিস এর হাতে ন্যস্ত৷ দীর্ঘদিন ধরে নির্মাণ ও সংস্কারের কাজ বন্ধ থাকা রাস্তাগুলির কাজ অতিসত্ত্বর শেষ করার জন্য এইচএসসিএল উপযুক্ত পদক্ষেপ নিয়েছে৷ কিছু রাস্তার নতুন এজেন্সি নিয়োগ করে কাজ শুরু করেছে৷ এনবিসিসি কর্তৃপ৭ ওদের হাতে ন্যস্ত পাঁচ বছরের সংস্কারের সময়সীমা অতিক্রান্ত হওয়া সবগুলি রাস্তা এবং এইচএসসিএল কর্তৃপক্ষ ওদের হাতে ন্যস্ত ৬৪টি রাস্তার মধ্যে ২০টি রাস্তার সংস্কারের কাজ আগামী মার্চের মধ্যে শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷