BRAKING NEWS

প্যারিসে আবাসিক বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ৮ জনের

প্যারিস, ৫ ফেব্রুয়ারি (হি.স.): গভীর রাতে ভয়াবহ আগুন-আতঙ্ক ফ্রান্সের রাজধানী প্যারিসে| স্থানীয় সময় অনুযায়ী সোমবার গভীর রাত একটা নাগাদ দক্ষিণ-পশ্চিম প্যারিসের একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যেই বহুতলের সপ্তম ও অষ্টমতলে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টা আয়ত্তে এসেছে আগুন| প্যারিসের দমকল সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও অন্ততপক্ষে ৩১ জন কমবেশি আহত হয়েছেন| আহতদের মধ্যে দমকল কর্মীরাও রয়েছেন|

দমকলের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| কারণ, আহতদের মধ্যে দু’-একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক|প্যারিসের দমকল সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাত তখন একটা হবে, আচমকাইভয়াবহ আগুন লাগে দক্ষিণ-পশ্চিম প্যারিসের একটি আবাসিক বহুতলে| সেই সময় বহুতলের বাসিন্দারা ঘুমিয়েছিলেন| রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন| দমকলের ২০০টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় মঙ্গলবার ভোরে আয়ত্তে এসেছে আগুন| তবে, ৮ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| এছাড়াও অন্ততপক্ষে ৩১ জনকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে| নিরাপদের উদ্ধার করা সম্ভব হয়েছে ৫০ জনকে| কি কারণে আগুন লাগল আবাসিক ওই বহুতলে, তা তদন্ত করে দেখছে দমকল| প্যারিসের প্রোসিকিউটর রেমি হাইটজ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের একজন মহিলা গ্রেফতার করা হয়েছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *