BRAKING NEWS

মমতাকে সমর্থন জানালেন দেবেগৌড়া

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : সিবিআই বনাম কলকাতা পুলিশ দ্বৈরথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া। ক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল (সেকুলার)-এর নেতা এইচ ডি দেবেগৌড়া মঙ্গলবার ফের ফোন করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলে একথা বলেন মুখ্যমন্ত্রী | অন্যদিকে, এদিনের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলে জানান | পাশাপাশি চিটফাণ্ড মামলায় মেঘালয়ের রাজধানী শিলংয়ের নিরপেক্ষ স্থানে সিবিআই-এর দফতরে রাজীব কুমারকে সিবিআই-এর সামনে হাজিরা দিতে বলা হয় | মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি|


এদিন ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার তৃতীয় দিনের সন্ধ্যায় ধরনা প্রত্যাহার করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| উল্লেখ্য, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে রবিবার রাত থেকে প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী| রবিবার চিটফান্ড মামলার তদন্তে লাউডন স্ট্রিটে নগরপাল রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআইয়ের একটি তদন্তকারী দল। তাঁর বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারির তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ করে সিবিআই। কিন্তু বাড়িতে ঢোকা দূরের কথা, তার আগেই মোতায়েন পুলিশকর্মীদের কাছে প্রবল বাধা পায় সিবিআইয়ের দল। এমনকী দলের নজিরবিহীন ভাবে সিবিআই আফিসারদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় শেক্সপিয়র সরণী থানাতেও। খবর পেয়ে রাজীব কুমারের বাড়িতে কার্যত ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় বসেন তিনি।

‘সংবিধান বাঁচাও’ দাবি তুলে ঘটনার প্রতিবাদে ওইদিন রাত থেকেই ধরনা শুরু করেন তিনি| জানান, রাজনৈতির স্বার্থসিদ্ধির জন্য সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে নিজের মতো করে কাজে লাগাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। তিনি বার্তা দেন, কেন্দ্রের এই আক্রমণের বিরুদ্ধে সত্য ও সংহতির পথে লড়াই চালাবেন তিনি। ‘এটি ধরনা নয়, এটি সত্যাগ্রহ’, বলেও জানান মুখ্যমন্ত্রী।এদিকে, দেবেগৌড়ার শুভেচ্ছাবার্তার কথা জানিয়ে মঙ্গলবার মমতা বলেন, \”তিনি জানিয়েছেন, পায়ে চোট বলে আসতে পারেননি, কিন্তু মনে প্রাণে আমাদের দের সঙ্গে আছেন|\” এর আগে সোমবার নিজের রাজ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবেগৌড়া বলেছেন, \”রবিবার কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে গিয়েছিল সিবিআই| এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে| জরুরীকালীন পরিস্থিতির থেকেও ভয়ানক|\” এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া বলেছেন, \”রবিবার রাতে পশ্চিমবঙ্গের ঘটনা প্রকাশ্যে আসার পর মনে হচ্ছে, প্রধানমন্ত্রীই সিবিআই-এর অপব্যবহার করেছেন| এভাবে তাঁর কোনও উপকার হবে না|\”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *