লরির ধাক্কায় আগরতলায় মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷সড়ক নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে। এক মর্মান্তিক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, রবিবার সকালে রাজধানী আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় ১২ চাকার এক লরির ধাক্কায় ঘটনাস্থলেই গৌরী বণিক নামের মাঝবয়সি এক মহিলার মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত মহিলা ডায়ালিসিস করতে আইজিএম যাচ্ছিলেন। আইজিএম যাওয়ার পথে পুরনো মোটর স্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে একটি ১২ চাকার গাড়ি পেছন দিক দিয়ে তাঁকে ধাক্কা মারে। সাথে সাথে তিনি মাটিতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি মহিলার মাথার উপর দিয়ে চলে গেছে।

এই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা আঁতকে ওঠেন। জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা গৌরী বণিকের মৃতদেহটি উদ্ধার করে তার ময়না তদন্ত করতে হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনার খবরে শোকের ছায়া নেমেছে মহিলার বাড়িতে। রাজ্যে যান দুর্ঘটনা অব্যাহত রয়েছে। প্রতিদিন কোথাও না-কোথাও যান দুর্ঘটনা ঘটেই চলেছে। জানা গেছে, শনিবার রাতে গাড়ি দুর্ঘটনায় তিন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে আহতদের স্থানীয় জিবি হাসপাতালে চিকিৎসা চলছে।রবিবার চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা এখনও সংকটজনক।

জানা গেছে, পুর পরিষদের জঞ্জাল বোঝাই একটি গাড়ির সাথে এক স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বোধজংনগর থানাধীন বণিক্য চৌমুহনি এলাকায়। আহতদের অজয় দেববর্মা (১৭), রাজেশ দেববর্মা (১৮) এবং জয় দেববর্মা বলে পরিচয় পাওয়া গেছে। জানা গেছে, আহতদেরকে সঙ্গে-সঙ্গে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা জিবি হাসপাতালে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *