রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্র দেখে মুগ্দ অনাবাসী ভারতীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা সফরে আসা অনাবাসী ভারতীয়দের ত্রিপুরার প্রাক’তিক সৌন্দর্য্য, বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন নীরমহল, ছবিমুড়া, উজ্জয়ন্ত প্রাসাদ ইত্যাদি এবং রাজ্যের আতিথেয়তা মুগ্দ করেছে৷ সুুরিনাম, ফিজি, দক্ষিণ আফ্রিকা, ত্রিনিদাদ এণ্ড টোবাগো, গায়ানা, মরিশাস, মায়ানমার থেকে ভারতকে জানো কর্মসূচির অঙ্গ হিসাবে ত্রিপুরায় আসা ৪০ সদস্যের অনাবাসী ভারতীয় প্রতিনিধিদলটি আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়ে এই অভিমত ব্যক্ত করেন৷ প্রতিনিধিদলটি গত ২৭ জানুয়ারি রাজ্য সফরে আসেন৷ আগামী ৫ ফেবয়ারি প্রতিনিধিদলটি রাজ্য ত্যাগ করবে৷ প্রতিনিধিদলটির সদস্যরা ঐ দেশগুলিতে বিভিন্ন পেশাগত কাজে যুক্ত আছেন৷


আলোচনাকালে মুখ্যমন্ত্রী অনাবাসী ভারতীয় প্রতিনিধিদলটিকে ত্রিপুরায় স্বাগত জানিয়ে তাদের কাছ থেকে ত্রিপুরা ভ্রমণের অভি’তা সম্পর্কে জানতে চান৷ প্রতিনিধিদলটি তাদের ত্রিপুরা সফরের অর্জিত অভি’তা তুলে ধরে জানান, ত্রিপুরার প্রাক’তিক সৌন্দর্য্য, বর্ণময় পরিবেশ, মিশ্র সংস্ক’তি, রাজ্যের বিভিন্ন পর্যটনস্থল তাদের আক’ষ্ট করেছে৷ প্রতিনিধিদলটি ত্রিপুরার নীরমহল দেখে তার স্থাপত্য নিদর্শন নিয়ে ভূয়সী প্রশংসা করেন৷ প্রতিনিধিদলটি আগামীদিনে পুনরায় ত্রিপুরা সফরে আসার আগ্রহ প্রকাশ করেন৷ মুখ্যমন্ত্রী রাজ্যের নগর উন্নয়নের ক্ষেত্রে মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে নগর এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার কাজ করছে সেই সম্পর্কে প্রতিনিধিদলটিকে অবহিত করেন এবং পাশপাশি ২৬ জানুয়ারি দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ত্রিপুরার ট্যাবলু প্রথম স্থান পাওয়ার বিষয়টিও প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন৷ সাক্ষাৎকারের সময় পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি জানান প্রতিনিধিদলটি ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পর্যটন স্থান যেমন ছবিমুড়া, পিলাক, ডুম্বর, নারকেলকু’, পালাটানা পাওয়ার প্ল্যান্ট, নীরমহল, ফেনী বীজ, বোধজংনগর ইণ্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার প্রভ’তি স্থানগুলি পরিদর্শন করেছেন৷ আগামীকাল খমলুং এবং ৪ ফেবয়ারি ঊনকোটি পরিদর্শনে যাবেন বলে পর্যটন দপ্তরের অধিকর্তা জানান৷ সাক্ষাৎকার সময়ে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *