কমান্ডার জীপ দুর্ঘটনায় আহত চালক সহ পাঁচ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ ফেব্রুয়ারী৷৷ ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা৷ আহত গাড়ির চালক সহ পাঁচজন৷ এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘনটাটি ঘটেছে শনিবার দুপুর দুইটা নাগাদ তেলিয়ামুড়ার নেতাজী নগরে৷ জানা গিয়েছে, টিআর-০১-৩৮২২ নম্বরের একটি কমান্ডার জীপ যাত্রী নিয়ে চাকমাঘাট থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷

তখন হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে গিয়ে পড়ে৷ সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ একজনরে অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *