নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি অবশেষে গ্রেফতার হল। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, সেনেগাল পুলিশ ভারতীয় এজেন্সিকে এই কাজে সাহায্য করেছে। কর্নাটক পুলিশের তরফে এই কুখ্যাত গ্যাংস্টার সম্পর্কে তথ্য পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট এজেন্সিকে।

তারপর রবি পূজারির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছিল। রবি পূজারি ভারতে তোলাবাজি, অপহরণ, খুন, ব্ল্যাকমেল, প্রতারণাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ছিল সে। দেশ থেকে দীর্ঘ ১৫ বছর ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। তার গ্রেফতারির সত্যতা স্বীকার করা হয়েছে। রবি পূজারিকে প্রত্যাপর্ণের জন্য সেনেগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারতীয় এজেন্সি।