কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): বঙ্গবাসীর জন্য ফের সুখবর| মঙ্গলবার থেকেই প্রভাব কেটে যাবে অক্ষরেখার| ফলে পুনরায় তাপমাত্রা নিম্নমুখী হতে পারে| আবহবিদরা জানিয়েছেন, অন্তত ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ| শীতের আমেজ ফেরার পাশাপাশি আগামী ২৪ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়| বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে|

সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে| বৃষ্টি হলেই তাপমাত্রা আরও খানিকটা নামবে, তা বলাই বাহুল্য| তবে, এই ঠাণ্ডার আমেজ বেশি দিন স্থায়ী হবে না| আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টা আকাশ মেঘলা থাকতে পারে কলকাতা এবং সংলগ্ন উত্তর ও দক্ষিণ পরগনা জেলায়| বিদায় বেলায় ফিরছে শীতের আমেজ, তাই খুশিতে রয়েছে শীতপ্রেমী মানুষজন|