রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷ সমৃদ্ধ ত্রিপুরা গঠনের লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি আজ আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মিলিত বাহিনীর প্যারেডে অভিবাদন গ্রহণ করে বলেন আয়তনের দিক দিয়ে ত্রিপুরা ছোট রাজ্য হতে পারে, কিন্ত এই ছোট রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর৷ রাজ্যের সাংস্ক’তিক ঐতিহ্যও খবই সমৃদ্ধ৷ রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে৷ জনগণের কাজে আসে এমন বহু প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে৷ তিনি বলেন, রাজ্য সরকারের কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুুপারিশ অনুযায়ী বেতনক্রম দেবার পাশাপাশি ত্রিপুরার ইতিহাসে এই প্রথম সহায়কমূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে৷ এতে রাজ্যের কৃষকরা দারুনভাবে উপকৃত হচ্ছেন৷ রাজ্যপাল বলেন, রাজ্যে অটল জলধারা প্রকল্প চালু করা হয়েছে৷ এই প্রকল্পে বিশুদ্ধ পানীয়জল নাগরিকদের বাড়ি বাড়ি পৌঁছে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে৷ শুধু তাই নয় সম্পর্ণ বিনামূল্যে জলের সংযোগ দেবার পর তা চালু হবার তিন মাস পর্যন্ত জলের জন্য কাউকে কোন পয়সা দিতে হবে না৷ রাজ্যপাল বলেন সুুরক্ষিত ত্রিপুরা, শক্তিশালী ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে নেশামুক্ত ত্রিপুরা গঠনের কাজ শুরু হয়েছে৷ এ পর্যন্ত রাজ্যে ৬৭ হাজার কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে৷ অপরাধীদের শাস্তির হার ব’দ্ধি পেয়েছে৷ তিনি বলেন, নারী নির্যাতনকারী, অবৈধ পশু ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব নেবার মধ্য দিয়ে শক্তিশালী ত্রিপুরা গঠনের লক্ষ্যে রাজ্য এগিয়ে চলেছে৷

রাজ্যপাল বলেন, শুধু এফ সি আই-র মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনাই নয়, পাঁচ হাজার পরিবারকে দশ হাজার গরু প্রদানের মধ্য দিয়ে রাজ্যে হোয়াইট রেভিলিউশন আনার কার্যক্রম শুরু হয়েছে৷ জনজাতি অধ্যষিত এলাকায় পোলট্রি এবং মৎস্যচাষের জন্য উৎসাহিত করা হচ্ছে৷ তিনি বলেন, আনারসকে রাজ্য ফলের স্বীকৃতি দিয়ে সমগ্র বিশ্বের দরবারে আনারসকে তুলে ধরা হয়েছে৷ গ্রীন গোল্ড হিসেবে পরিচিত বাঁশের ব্যাপক চাষ এবং এর তৈরি জিনিসকে উৎসাহিত করার কাজ রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে৷ রাজ্যপাল বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার ত্রিপুরা পুলিসে মহিলাদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ করেছে৷ প্রধানমন্ত্রী উজ্জলা যোজনাকে মিশন মুড হিসাবে নিয়ে এখন পর্যন্ত এই প্রকল্পে ২ লক্ষের বেশি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে৷ মহিলা বি এড কলেজ স্থাপন করা হবে আগরতলায়৷ রাজ্যপাল বলেন, দেশের তৃতীয় ইন্টারনেট গেইটওয়ে ত্রিপুরা হয়ে প্রবেশ করায় এর সুুফল নেবার চেষ্টা হচ্ছে৷ এখানে আই টি হাব বানানোর ক্ষেত্রে বিষয়টি সহায়ক ভূমিকা নিচ্ছে৷ রাজ্যপাল বলেন, ত্রিপুরা দক্ষিণ এশিয়ার ’’লজিস্টিক হাব’’-এ পরিণত হবে৷ বডগেজ লাইনে রাজ্যে রেল সংযোগ হওয়ায় রাজধানী, হামসফরের মত একাধিক এ’প্রেস ট্রেন রাজ্যে যুক্ত হয়েছে৷ বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে৷ আশুগঞ্জ-সোনামুড়া জলপথের মধ্য দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে সোনামুড়ায় পণ্য পরিবহণের কাজ শুরু হবে৷

এতে পণ্য পরিবহণের খরচ কমে গিয়ে শুধু ত্রিপুরা নয়, পূর্বোত্তর ভারতের অন্য রাজ্যগুলিও উপকৃত হবে৷ ত্রিপুরাকে ’লজিস্টিক হাব’ বানানোর রাজ্য সরকারের পরিকল্পনাও শক্তিশালী হবে৷ রাজ্যপাল বলেন, রাজ্য সরকার দুর্নীতিমুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে৷ ই-স্ট্যাম্প, ই-চালান, ই-পিডিএস ইত্যাদি এই লক্ষ্যে চালু করা হয়েছে৷ ডিজিট্যাল ত্রিপুরা গঠনের লক্ষ্যে রাজ্য এগিয়ে চলেছে৷ রাজ্যপাল বলেন, পর্যটনের বিকাশের জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে৷ ত্রিপুরেশ্বরী মন্দিরকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানোর জন্য জলাইমাসে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে৷ নভেম্বর মাসে থাইল্যাণ্ডের রাজকুমারী ত্রিপুরা সফর করে গেছেন৷ এই সমস্ত কাজে সমগ্র বিশ্বে ত্রিপুরা প্রশংসা পেয়েছে৷ রাজ্যপাল বলেন, রাজ্য সরকার এন সি ই আর টি’র পাঠক্রম চালু করে রাজ্যে শিক্ষার গুণগত মান বাড়ানোর পদক্ষেপ নিয়েছে৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী বি এড অনুপ্রেরণা যোজনার মত বেশ কিছু প্রকল্প ঘোষণা করা ছাড়াও চারটি নতুন বি এড কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্যপাল বলেন, কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিতে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে৷ ২০১৮ সালের ১ মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত ৮২০ জন ছোট, বড় কারাখানা স্থাপনের জন্য রেজিস্ট্রেশন করেছে৷ এতে চার হাজারের মত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে৷ উদ্যোগপতিদের সুুবিধার জন্য সিঙ্গেল উইণ্ডো ক্লিয়ারেন্স চালু করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *