হিমাচল প্রদেশে গাড়ি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা : মৃত ১, আহত ৮

শিমলা, ২৮ জানুয়ারি (হি.স.): বিয়েবাড়ি সেরে ফেরার পথে খাদে পড়ে গেল গাড়ি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কাংড়া জেলায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন আরও আটজন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি বিয়েবাড়ি থেকে ৯ জন যাত্রী নিয়ে ফিরছিল ওই গাড়িটি। এদিন সকালে জেলার চত্রার গ্রামে রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৮ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবি। ঘটনাস্থল থেকে প্রত্যেককেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে রবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত আটজনের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের তান্ডায় ড. রাজেন্দ্র প্রসাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।