নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) : স্কুল পর্যায় থেকে বাধ্যতামূলক করা হোক এনএসএস ও এনসিসি। সোমবার রাজধানী দিল্লিতে ন্যাশনাল সার্ভিস স্কিমের (এনএসএস)-এর স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলাপচারিতায় এমনই জানালেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।এদিন উপ-রাষ্ট্রপতি বলেন, ‘এনএসএস, এনসিসির মতো প্রশিক্ষণ স্কুলস্তর থেকে বাধ্যতামূলক করা উচিত। এর ফলে পড়ুয়াদের মধ্যে গভীর একতার জন্ম নেবে। সহমর্মিতা এবং সমবেদনা বোধও গড়ে উঠবে। পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নের জন্যও এগিয়ে আসবে তারা।’ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজে যোগ দিতে আসা এনএসএস স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলাপচারিতায় উপ-রাষ্ট্রপতি বলেন, কম বয়স থেকে নিজেদের সামাজিক পরিষেবায় নিয়োজিত করার ফলে মহাত্মা গান্ধীর আদর্শকে তোমরা বুঝতে পারবে। জাতির জনক বলেছিলেন অন্যের সেবা আত্মত্যাগ করলেই নিজেকে প্রকৃত চেনা যায়।’

এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০০ জন এনএসএস স্বেচ্ছাসেবকের সঙ্গে নিজের বাসভবনে দেখা করেন উপ-রাষ্ট্রপতি। তিনি বলেন, অসহায় মানুষের সেবা করাটাই প্রকৃত দেশভক্তির লক্ষণ। কম বয়স থেকেই এই চেতনা তৈরি হওয়া দরকার। প্রকৃতির সঙ্গে যোগ সূত্র বজায় রাখারও পরামর্শ দেন উপ-রাষ্ট্রপতি। পাশাপাশি স্বচ্ছ ভারত প্রকল্পে উল্লেখজনক কাজ করার জন্য এনএসএস স্বেচ্ছা সেবকদের অভিনন্দন জানান তিনি। এমনকি প্রাকৃতিক বিপর্যয়ের সময় এনএসএস-এর স্বেচ্ছাসেবকদের বিশেষ অবদানের কথাও উল্লেখ করেন। উপ-রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মের উচিত সামাজিক, আর্থিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের ধারক হয়ে ওঠা।
