বেঙ্গালুরু, ২৮ জানুয়ারি (হি.স.): নাটকের পর নাটক| নতুন করে আবারও নাটক শুরু হল দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে| কর্ণাটকের কংগ্রেস বিধায়কদের মুখ এখন একটাই কথা শোনা যাচ্ছে, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াই হলেন তাঁদের মুখ্যমন্ত্রী|’ কংগ্রেস বিধায়কদের এই মন্তব্যের প্রেক্ষিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেই ফেললেন, ‘কংগ্রেস চাইলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে আমি রাজি আছি| তাঁরা নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করছেন|’
বিতর্কের সূত্রপাত হয় কংগ্রেস বিধায়ক সি পুত্তারঙ্গা শেট্টির একটি মন্তব্যকে ঘিরে| প্রকাশ্যেই তিনি বলেন,তিনি সিদ্দারামাইয়াকেই মুখ্যমন্ত্রী করেন| এরপর অন্যান্য কংগ্রেস বিধায়করা বলতে থাকেন, সিদ্দারামাইয়াই হলেন তাঁদের মুখ্যমন্ত্রী| এই পরিস্থিতিতে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস-জেডি (এস) জোট সরকারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, ‘এই সমস্ত বিষয় কংগ্রেস নেতাদের দেখা উচিত| যদি এমনটা চলতে থাকে, তবে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি আছি আমি| তাঁরা নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করছেন| কংগ্রেস বিধায়কদের নিয়ন্ত্রণ করা উচিত দলীয় নেতৃত্বের|’

এই বিতর্ক প্রসঙ্গে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ‘সিদ্দারামাইয়া শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন| তিনি আমাদের পরিষদীয় দলনেতা| বিধায়কের জন্য তিনিই (সিদ্দারামাইয়া) মুখ্যমন্ত্রী|তিনি শুধুমাত্র নিজের অভিমত পোষণ করেছেন| ভুল কি বলেছেন? এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বে আমরা সবাই খুশি|’ আবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া সাংবাদিকদের দিকে আঙুল তুলে জানালেন, ‘আপনারাই (সংবাদ মাধ্যম) সমস্যা তৈরি করছেন| আপনারা একজনকে প্রশ্ন করুন, এরপর দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করুন| তাতে কোনও সমস্যা নেই| এইড ডি কুমারস্বামীর সঙ্গে আমি কথা বলবো|’ উল্লেখ্য, একের পর এক নাটকের পর এবার নতুন করে নাটক শুরু হল কর্ণাটকে| এই নাটকের সমাপ্তি কবে হবে, তা নিয়ে খন রাজনৈতিক মহলে চলছে জল্পনা|

