মানিলা (ফিলিপিনস), ২৭ জানুয়ারি (হি. স.) : রবিবার সকালে পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিনসের জোলো এলাকা। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। আহত প্রায় ৮০ জন। এদিন সকালে জোলোর একটি ক্যাথিড্রাল গির্জাকে লক্ষ্য করে দুটি বিস্ফোরণ হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। মৃতদের মধ্যে ৫ জন সেনা ও ২২জন সাধারণ নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, ১৪ জন সেনা সহ সাধারণ নাগরিক গুরুতর জখম হয়েছেন এই বিস্ফোরণে।

সূত্রের খবর, রবিবার সকালে দক্ষিণ ফিলিপিনসের জোলো দ্বীপে একটি ক্যাথিড্রাল গির্জার বাইরে সকালের প্রার্থনার জমায়েতের সময় প্রথম বিস্ফোরণটি হয়। প্রশাসন তৎপর হয়ে আপৎকালীন ব্যবস্থাপনা শুরু করতেই গির্জার বাইরের কম্পাউন্ডে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। আতঙ্ক ছড়ায় প্রার্থনার জন্য আসা সাধারণ মানুষের মধ্যে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।উল্লেখ্য, জোলো দ্বীপে বহুদিন ধরেই আবু সায়াফ নামে একটি জঙ্গিগোষ্ঠী সক্রিয় ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিনস সরকার এই জঙ্গিগোষ্ঠীকে বিস্ফোরণ, অপহরণ এবং শিরচ্ছেদের দায়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারি সূত্রের খবর, একটি ফিলিপিনস সরকারের দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, \”প্রত্যেক হত্যাকারীকে বিচারের সম্মুখীন হতে হবে এবং আইন কাউকে ক্ষমা করবে না।\”