নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৩ জানুয়ারি : রাজ্যে ফের স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। জানা গেছে, বুধবার সকালে এক স্কুলছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে রানিরবাজার এলাকায়। জানা গেছে, রাজেশ বিশ্বাস নামের এক যুবক ওই স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করেছে। ছাত্রীকে একা পেয়ে তার শ্লীলতাহানি করেছে বখাটে যুবক। পরে আক্রান্ত ছাত্রী অভিযুক্ত রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে রানিরবাজার থানায় অভিযোগ জমা দেয়।

জানা গেছে, পুলিশ এ বিষয়ে একটি মামলা লিপিবদ্ধ করে অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে। এদিকে রাজ্যে উপর্যুপরি নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাঁরা এ ব্যাপারে নাগরিক সমাজকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে কঠোর হওয়ার দাবি তুলেছেন।
