নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ জানুয়ারি৷৷ মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত সমস্ত প্রকল্পগুলি ত্রিপুরাতে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে৷ আজ উদয়পুর জগন্নাথ চৌমুহনীতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রদেয় পরিষেবা বিষয়ক আলোচনা সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ৪ লক্ষ্যেরও বেশি মহিলা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস সংযোগের সুবিধা পেয়েছে৷ ইতিমধ্যে রাজ্য সরকার মহিলাদের কর্ম সংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপগ্রহণ করেছে৷ যারমধ্যে অন্যতম আরক্ষা বিভাগে চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ১০ শতাংশ সংরক্ষন৷ আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে টিএসআর-এ ২ হাজার ২০০ জন কর্মী নিয়োগ করা হবে৷ যারমধ্যে ১০ শতাংশ থাকবে মহিলা৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য যোজনায় ইতিমধ্যে শহর ও শহরতলীতে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তার পুরোটা পূরণ করা সম্ভব হয়েছ৷ ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ, তাই মহিলাদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন৷ যেমন মুদ্রা যোজনা, কন্যা সুরক্ষা যোজনা, মাতৃ বন্দনা যোজনা, আয়ুষ্মান ভারত ইত্যাদি৷

মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া, নেসা কারবারের সঙ্গে যক্ত ব্যক্তিদের ব্যাপক আকারে গ্রেপ্তার করার পাশাপাশি এখন পর্যন্ত সমগ্র রাজ্য থেকে ৬৫ হাজার কিলো গাজা বাজেয়াপ্ত করা হয়েছে৷ পর্যটনের বিকাসে রাজ্য সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে৷ ফলে নীরমহল, সিপাহীজলা, তীর্থমুখ, মাতাবাড়ির মতো পর্যটন স্থানগুলিতে পর্যটকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই স্থানীয়রা উপকৃত হচ্ছে৷ ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তুলতে ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলা হচ্ছে৷
অনুষ্টানে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, অবিনাশ রাই খান্না, মহারাষ্ট্র মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর প্রমুখ বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে অঙ্গন্যয়াড়ি কর্মী, সহায়িকা, স্ব-সহায়ক দলের মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়৷