প্রয়াগরাজ, ১৭ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে প্রয়াগরাজে কুম্ভমেলা চলাকালীন পরিবারকে সঙ্গে নিয়ে পুজো দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল রাম নায়েক এবং মুখ্যমন্ত্রী যোগ আদিত্যনাথ। সঙ্গমের নদী তীরে দাঁড়িয়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো দেন রাষ্ট্রপতি।এই উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয় গোটা কুম্ভমেলা জুড়ে। রাষ্ট্রপতি যাতে সুষ্ঠু ভাবে পুজো দিতে পারেন তার জন্য বিশেষ মঞ্চও তৈরি করা হয়। বৃহস্পতিবার সেখানে দাঁড়িয়েই পরিবারকে সঙ্গে নিয়ে পুজো দেন রাষ্ট্রপতি। সঙ্গে ছিলেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। বৈদিক মন্ত্রোচ্চারণের সঙ্গে দুধ, ফুল এবং অন্যান্য অর্ঘ্য দিয়ে পুজো দেন রাষ্ট্রপতি। এরপরে বিশেষ আরতিতে যোগ দেন তিনি। প্রায় তিরিশ মিনিট ধরে গোটা প্রক্রিয়া চলেছে বলে জানা গিয়েছে। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রীতা বহুগুণা জোশী, নন্দকুমার গুপ্ত।

এর আগে সকালে দিল্লি থেকে বামরাউলি বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রাম নায়েক এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে বিলাসবহুল জলযানে করে সঙ্গমের ফোর্ট ঘাটে যান রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারবর্গ। রামনাথ কোবিন্দই হলেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি কুম্ভমেলায় পুজো দিলেন। এর আগে ১৯৫৩ সালে দেশের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ কুম্ভমেলায় এসে সঙ্গমের জলে স্নান করেছিলেন। অন্যদিকে এই নিয়ে দ্বিতীয়বার প্রয়াগরাজে এলেন রাষ্ট্রপতি। ২০১৮ সালে মাঘ মেলায় তিনি এবং তাঁর পরিবারবর্গ যোগ দিয়েছিলেন। সঙ্গমে পুজো দেওয়ার আগে এদিন মুনি ভরদ্বাজ আশ্রমে যান রাষ্ট্রপতি।