জম্মু, ১৪ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সোমবার ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনা। এই নিয়ে নতুন বছরের প্রথম দিন থেকে এযাবৎ কমপক্ষে ন’বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার সকালে পাকিস্তানি সেনা বাহিনীর নিশানায় ছিল পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর খারি কারমারা এলাকা। কালবিলম্ব না করে শত্রুপক্ষের হামলার যোগ্য জবাব ফিরিয়র দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে, কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, সোমবার সকালে পুঞ্চ জেলার খারি কারমারা এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনাবাহিনী ও জনবসতিপূর্ণ গ্রাম লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি সেনা বাহিনী। হামলার যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে, কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।