নয়াদিল্লি ও কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.): প্রস্তাবিত কর্মসূচিতে রদবদল করে ২০ দিনে মাত্র ৪টি ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বের করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টকে এমনই জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি| পশ্চিমবঙ্গে যাতে রথযাত্রার অনুমতি পাওয়া যায়, সে জন্য শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন বিজেপির আইনজীবী মুকুল রোহতগি। মঙ্গলবার ফের ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বা ‘রথ যাত্রা’ নিয়ে শুনানি হবে শীর্ষ আদালতে। ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নিয়ে শীর্ষ আদালত কি রায় দেয়, আপাতত সেই অপেক্ষায় পশ্চিমবঙ্গ বিজেপি।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপিকে শর্তসাপেক্ষে ‘রথযাত্রা’ করার অনুমতি দিয়েছিল| কিন্তু, সেই অনুমতি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ| রথযাত্রা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ| কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সমস্ত গোয়েন্দা রিপোর্ট খতিয়ে না দেখে ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’-র অনুমতি দেওয়া যায় না| এরপরই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যাঞ্জে জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ বিজেপি| জরুরি ভিত্তিতে ‘গণচন্ত্র বাঁচাও যাত্রা’ মামলার শুনানির আবেদন করে পশ্চিমবঙ্গ বিজেপি| কিন্তু, জরুরি ভিত্তিতে বিজেপির করা মামলা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত| এরপর গত ৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ বিজেপির রথযাত্রা নিয়ে করা মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে| ওই দিন পশ্চিমবঙ্গ বিজেপি শীর্ষ আদালতে জানায়, ৪০ দিনের পরিবর্তে ২০ দিনে মাত্র ৪টি ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বের করা হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস জারি করে তাঁদের অভিমত জানাতে বলেছে সর্ব্বোচ আদালত।