সাব্রুমে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ শনিবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির সাঁচীরামবাড়ি নবম বাহিনী টিএসআর ক্যাম্প সংলগ্ণ এলাকায় আগরতলা সাব্রুম জাতী সড়ক অবরোধ করলো৷ ১৯টি সম্প্রদায়ের লোকজনেরা৷ কোনো প্রকার রাজনৈতিক বেনার ছাড়া অজকের জাতীয় সড়ক অবরোধ করলো৷ ১৯টি সম্প্রদায়ের লোকজনদের সমর্থনে আকের এই অবরোধ বলে জানান৷

এই বন্ধ ও পথ অবরোধের মূল লক্ষ্য গত ৮ তারিখ জিরানীয়া মাধববাড়িতে পুলিশের গুলিতে ক্ষত বিক্ষত হয় এই সম্প্রদায়ের কিছু সংখ্যক লোকজন৷ এই ঘটনার সুষ্ঠ তদন্তে সিবিআই তদন্তের দাবিতে আজকে এই বন্ধ ও পথ অবরোধ বলে জানান দলের লোকজেনরা৷ অপরিদেক সংবাদ মাধ্যমের সামনে এই দিনের ঘটে যাওয়া ঘটনায় দশরপাম পাড়ায় পুলিশের গুলিতে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের মুর্তি ভাঙচুর করা হয়েছে বলে অভিয়োগ৷ এই মূর্তি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান সংগঠনের লোকজনেরা৷ পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শান্তিবাজার মহকুমা শাসকের কার্র্যলয় থেকে ডিসিএম সরূপ কুমার পাল, শান্তিরবাজারের এসডিপিও নির্দেশ দেব৷ উনারা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়োগ করেন সংগঠনের লোকজনদের সাথে কথা বলে উনারা পথ অবরোধ তুলে নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানান৷