নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): আর মাত্র কয়েকমাস পরই লোকসভা নির্বাচন| আসন্ন লোকসভা নির্বাচনের রণনীতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত হয়েছে দু’দিন ব্যাপী বিজেপির জাতীয় পরিষদের বৈঠক| দু’দিন ব্যাপী ন্যাশনাল কাউন্সিল বৈঠকের অন্তিম দিন, শনিবার রামলীলা ময়দানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি ছাড়াও, বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার-সহ অন্যান্যরা|
পৌঁছতে হবে সমাজের সর্বস্তরের মানুষের কাছে, এই লক্ষ্যে শুক্রবার (১১ জানুয়ারি) থেকে দিল্লির রামলীলা ময়দানে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ন্যাশনাল কাউন্সিল মিটিং| দু’দিন ব্যাপী এই বৈঠক সমাপ্ত হবে শনিবার| কয়েকমাস পরই লোকসভা নির্বাচন, তার আগে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে চাইছে নরেন্দ্র মোদী সরকার| মূলত কারণেই দু’দিন ব্যাপী এই ন্যাশনাল কাউন্সিল মিটিং, এমনই মত রাজনৈতিক মহলের| এদিন বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি বলেছেন, ‘অক্ষমতা এবং দুর্নীতিই ছিল পূর্বতন সরকারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য| কিন্তু, আমরা ক্ষমতায় আসার পরই, মোদীজীর নেতৃত্বে সুশাসন এবং উন্নয়ন সম্ভব হয়েছে| ইস্তেহারে আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিগত সাড়ে চার বছরে তাই করে দেখিয়েছি|’