BRAKING NEWS

এপ্রিলের মাঝামাঝিতেই চন্দ্রযান-২ মিশনের পরিকল্পনা : ইসরো

বেঙ্গালুরু, ১১ জানুয়ারি (হি.স.): চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝিতেই শুরু হতে চলেছে দেশের দ্বিতীয় চন্দ্রাভিযান। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)-এর চেয়ারম্যান কে সিভান শুক্রবার এই অভিযান, চন্দ্রযান-২ -এর কথা ঘোষণা করেন। দশ বছর আগের চন্দ্রযান-১ -এর আধুনিক সংস্করণ হতে চলেছে এই ৮০০ কোটি টাকার চন্দ্রযান-২।


উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে চন্দ্রযান-২ অভিযান শুরু হবে বলে জানিয়েছিল ইসরো। পুরো অভিযানটি সফল করতে খরচ হবে প্রায় ৮০০ কোটি টাকা। কে সিভান এদিন সাংবাদিকদের বলেন, \”চন্দ্রযান-২ মিশনের সম্ভাব্য সময় ২৫ মার্চ থেকে এপ্রিলের শেষ। খুব সম্ভবত যা এপ্রিলের মাঝামাঝিতেই হতে পারে।\” তিনি আরও জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মাঝে এই মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় তা সম্ভব হয়নি। ইসরো চেয়ারম্যান আরও বলেছেন, ফেব্রুয়ারিতে সম্ভব না হওয়ায় আগামী এপ্রিল মাসে এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *