দুবাই, ৩১ ডিসেম্বর (হি.স.) : আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র বর্ষসেরা মহিলা ক্রিকেটার মনোনীত হলেন স্মৃতি মন্ধনা। পাশাপাশি বর্ষসেরা একদিনের ক্রিকেটার হিসেবেও এই ভারতীয় ওপেনারকে বেছে নিল আইসিসি। একইসঙ্গে বছরের টি-২০ একাদশের দলনায়িকা নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত কৌর।
২০১৮ টি-২০ বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল অভিযানে মন্ধনার অবদান ছিল উল্লেখযোগ্য। ১২৫.৩৫ স্ট্রাইক রেটে পাঁচ ম্যাচে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে এসেছিল ১৭৮ রান। ২০১৮ ক্যালেন্ডার বর্ষে ১২টি একদিনের ম্যাচে মন্ধনার সংগৃহীত রান ৬৬৯। পাশাপাশি ২৫টি টি-২০ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৬২২ রান।
বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পেয়ে উচ্ছ্বসিত মন্ধনা জানান, ‘এই সম্মান আমার কাছে ভীষণই স্পেশাল। সারা বছর ধরে দলের জয়ে ভূমিকা নেওয়ার পর যখন এমন একটা পুরষ্কার পাওয়া যায়, তখন আগামীতে ভালো খেলার ইচ্ছে বেড়ে যায়।’ উল্লেখ্য, বর্ষসেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার আলিসা হিলি।
অন্যদিকে বর্ষসেরা টি-২০ দলের অধিনায়িকা হিসেবে মনোনীত হলেন হরমনপ্রীত কৌর। ক্যালিপসোর দেশে টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেটে সেঞ্চুরি করে নজির গড়েন তিনি। আর বর্ষশেষে মহিলা টি-২০ দলনায়িকা হিসেবে মুকুটে নতুন পালন যোগ হল হরমনপ্রীত কৌরের।
কৌর, মন্ধনার পাশাপাশি টি-২০ একাদশে জায়গা করে নিয়েছেন ডান হাতি স্পিনার পুনম যাদব। কৌর জায়গা না পেলেও টি-২০ র পাশাপাশি একদিনের একাদশেও মন্ধনার সঙ্গে রয়েছেন যাদব।
আইসিসি’র বর্ষসেরা টি-২০ একাদশ:
স্মৃতি মন্ধনা (ভারত), আলিসা হিলি (উইকেটরক্ষক /অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), হরমনপ্রীত কৌর (অধিনায়ক/ভারত), নাতালি স্কিভার (ইংল্যান্ড), এলিসে পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলেই গার্ডনার (অস্ট্রেলিয়া), লেই ক্যাসপেরেক (নিউজিল্যান্ড), মেগান স্কাট (অস্ট্রেলিয়া), রুমানা আহমেদ (বাংলাদেশ), পুনম যাদব (ভারত)।
আইসিসি’র বর্ষসেরা একদিনের একাদশ:
স্মৃতি মন্ধনা (ভারত), ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড), সুজি বেটস (অধিনায়ক/নিউজিল্যান্ড), দান ভ্যান নিকের্ক (দক্ষিণ আফ্রিকা), সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), আলিসা হিলি (উইকেটরক্ষক /অস্ট্রেলিয়া), মারিজেন কাপ (দক্ষিণ আফ্রিকা), ডিন্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), সানা মির (পাকিস্তান), সোফি একলেস্টন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত)।