দেহরাদূনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীর উপর নির্মিত সেতু, মৃত্যু দু’জনের

দেহরাদূন, ২৮ ডিসেম্বর (হি.স.): আবারও সেতু বিপর্যয়| এবার উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি লোহার সেতু| শুক্রবার সকাল পাঁচটা নাগাদ দেহরাদূন জেলার গঢ়ী ক্যান্টনমেন্ট এলাকায় নদীর উপর নির্মিত একটি লোহার সেতু আচমকাই ভেঙে পড়ে| সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন| আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রশাসন সূত্রের খবর, শুক্রবার সকাল তখন পাঁচটা হবে, গঢ়ী ক্যান্টনমেন্ট এলাকায় নদীর উপর নির্মিত লোহার সেতুটি আচমকাই ভেঙে পড়ে| ১৫০ বছরের পুরনো সেতুটির উপর দিয়ে বালিবোঝাই ডাম্পার যাওয়া মাত্রই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যায় একটি ডাম্পার-সহ বেশ কয়েকটি গাড়ি| সেতু বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র টিম| এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে, এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে| গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| ১৫০ বছরের পুরনো সেতুটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, সেই কারণেই এদিন সকালে সেতুটি ভেঙে পড়েছে|