BRAKING NEWS

উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ, কুয়াশার দাপটে দিল্লিতে বিঘ্নিত রেল পরিষেবা

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ| একই সঙ্গে ঘন কুয়াশার দাপট| বিঘ্নিত রেল ও সড়ক পরিবহণ ব্যবস্থা| রাজধানী দিল্লিতে ২০১৪ সালের রেকর্ড ভেঙে বৃহস্পতিবারই সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল ৩.৪ ডিগ্রিতে| কিন্তু, শুক্রবার কিছুটা বাড়ল তাপমাত্রার মারদ| এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস| তা সত্ত্বেও, এদিন ভোর থেকেই কনকনে শীতের আমেজ ছিল দিল্লিতে| বছরের শেষ মাসে ঠাণ্ডার কামড় ভালোই টের পাচ্ছেন রাজধানীর মানুষজন|
দিল্লির আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষবরণ পর্যন্ত শীতের পরশ অব্যাহত থাকবে দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে| আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস| এদিন সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ| এদিকে, প্রচণ্ড পরিমাণে ঠাণ্ডা ও তার জেরে হওয়া কুয়াশার কারণে রাজধানী দিল্লিতে এদিন বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা| দেরিতে চলেছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন| রেল সূত্রের খবর, কুয়াশার কারণে বাতিল করা হয়েছে ডাউন দুন এক্সপ্রেস, ডাউন অমৃতসর মেল, আপ তুফান মেল, আপ আনন্দবিহার এক্সপ্রেস| বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়ে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *