শিমলা, ২৬ ডিসেম্বর (হি. স.) : হিমাচল প্রদেশে অব্যাহত শৈত্যপ্রবাহ এবং ক্রমশ তা তীব্রতর হচ্ছে। বুধবার এব্যাপারে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে যে, বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্নের নিচে নেমে যাচ্ছে। রাজ্যের মধ্যে শীতলতম উপজাতি জেলা লাহল-স্পিতির প্রশাসনিক
কেন্দ্র কেলং। কেলংয়ের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১১.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের আধিকারিক মনমোহন সিং জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বাড়তে থাকায় কেলংয়ের পাশাপাশি মানালি, সোলান, চাম্বা, কালপা, সেওবাগ, সুন্দরনগর এবং ভুনটারে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে রয়েছে। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে কালপার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস, মানালির সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সেওবাগের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৭ ডিগ্রি সেলসিয়াস, সুন্দরনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াস, ভুনটারের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস, সোলানের তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ০.৭ ডিগ্রি এবং চাম্বার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, রাজধানী শিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে ডালহাউসীর সর্বনিম্ন তাপমাত্রা ১.৬ ডিগ্রি সেলসিয়াস।
কেন্দ্র কেলং। কেলংয়ের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১১.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের আধিকারিক মনমোহন সিং জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বাড়তে থাকায় কেলংয়ের পাশাপাশি মানালি, সোলান, চাম্বা, কালপা, সেওবাগ, সুন্দরনগর এবং ভুনটারে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে রয়েছে। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে কালপার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস, মানালির সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সেওবাগের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৭ ডিগ্রি সেলসিয়াস, সুন্দরনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াস, ভুনটারের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস, সোলানের তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ০.৭ ডিগ্রি এবং চাম্বার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, রাজধানী শিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে ডালহাউসীর সর্বনিম্ন তাপমাত্রা ১.৬ ডিগ্রি সেলসিয়াস।
