ছেলেধরা সন্দেহে চার যুবতীকে আটক করে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ টাকা আদায় করার সময় রাজস্থানের চার যুবতীকে আটক করা হয়েছে৷ ঘটনা রাজধানী আগরতলা শহরের কাছে প্রতাপগড়ে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ গুজব ছড়ে গিয়েছে ছেলেধরার৷ পুলিশ জনরোষের মধ্য থেকে ঐ চার যুবতীকে থানায় নিয়ে যায়৷ তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ দফায় দফায় জেরাই করে চলেছে৷
সংবাদে প্রকাশ, সোমবার দুপুরে চারজন যুবতী প্রতাপগড় এলাকায় ঘোরাফেরা করছে এবং এলাকার লোকজনের কাছ থেকে একটি এনজিওর নাম করে টাকা সংগ্রহ করছে৷ ঐ চার যুবতীর বক্তব্য হচ্ছে তারা রাজস্থান ও উড়িষ্যাতে বিভিন্ন সুকলের দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য এই টাকা সংগ্রহ করছেন৷ তাদের এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি এলাকাবাসী৷ তাদের পরিচয়পত্র দেখাতে বললে ঐ যুবতীরা আপত্তি করে এবং অসংলগ্ণ কথাবার্তা বলতে থাকেন৷ তাতে স্থানীয়দের মনে সন্দেহ জাগে৷ মুহুর্তের মধ্যেই গুজব রটে যায় ঐ চার যুবতী ছেলেধরা৷ সুশ্রী ঐ চার যুবতীকে ঘিরে ফেলে এলাকাবাসী এবং খবর দেয় পুলিশকে৷ পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং উত্তেজিত জনতার রোষানল থেকে ঐ চার যুবতীকে থানায় নিয়ে যায়৷
এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, ঐ চার যুবতী যখন টাকা সংগ্রহ করছিল তখন অনেকেই টাকা দিতে অসম্মতি জানালে তারা উচ্চবাচ্য করেছিলেন৷ এমনকি ত্রিপুরা রাজ্য সম্পর্কে নানা কুমন্তব্যও করেছিলেন৷ তাতেও ক্ষোভে ফেটে পড়েন জনগণ৷ যদিও, পুলিশ এখনও পর্যন্ত কোন অভিযোগ লিপিবদ্ধ করেনি৷ তবে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *