BRAKING NEWS

পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ

মুম্বই, ২৩ ডিসেম্বর (হি.স.) : পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷ অভিনেতা নাসিরুদ্দিন-র মন্তব্যের জেরে শনিবার ইমরান খান বলেছিলেন ভারত সরকারের উচিত পাকিস্তানের কাছ থেকে সহিষ্ণুতার পাঠ পড়ার৷ পাক প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের যোগ্য জবাব দিলেন নাসিরুদ্দিনই৷
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে করা মন্তব্য দেশজুড়ে যখন বিতর্কের ঝড় তুলেছে তখনই সেই বিতর্কের আগুনে ঘি ঢালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ নাসিরুদ্দিনের বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের কাছ থেকে ভারতের শেখা উচিত ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করতে হয়৷ পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য ক্ষুব্ধ করে অনেককেই৷ তাদেরই একজন সেই নাসিরুদ্দিন শাহ৷ ইমরান খানকে বলিউডের এই প্রবীণ অভিনেতার উপদেশ, ভারতের আভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামালেও চলবে৷ তিনি যেন নিজের দেশ সামলান৷
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের প্রতিক্রিয়ায় বর্ষীয়ান এই অভিনেতার জবাব, ‘‘পাকিস্তানের স্বার্থ জড়িত নয় এমন বিষয় নিয়ে তাঁর মাথা না ঘামালেও চলবে৷ বরং তিনি তাঁর দেশ সামলানোর কাজে মন দিলে বেশি ভাল হবে৷ ৭০ বছর ধরে আমাদের দেশে গণতন্ত্র রয়েছে৷ আমরা জানি নিজেদের সমস্যা মোকাবিলা কীভাবে করা উচিত৷’’
পঞ্জাব সরকারের ১০০ দিন পূর্ণ উপলক্ষ্যে লাহোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে পাক প্রধানমন্ত্রী জানান, দেশের ধর্মীয় সংখ্যালঘুরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য সরকার সচেষ্ট৷ পাকিস্তানের স্রষ্টা মহম্মদ আলি জিন্নারও একই দৃষ্টিভঙ্গি ছিল৷ এরপরই নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা মেরে তিনি বলেন, ‘‘আমরা মোদী সরকারকে দেখিয়ে দেব ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কীরকম আচরণ করতে হয়৷ ভারতে সংখ্যালঘুরা নিরাপদ নন৷ তাদের সমান দৃষ্টিতে দেখাও হয় না৷ এই কথা এখন ভারতীয়র মুখে শোনা যাচ্ছে৷’’ নাম না করে বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের মন্তব্যেরই উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *