লুটপাট এবং অত্যাচারের অভিযোগে বাংলাদেশি নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.): এক বাংলাদেশী নাগরিককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ত্রিপুরার আদালত। তার বিরুদ্ধে নিরীহ ভারতীয় গ্রামবাসীদের উপর অমানবিক অত্যাচার এবং লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেবার অভিযোগ রয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ৩৯৮, ৩০৭ এবং ২৭ ধারায় ও পাসপোর্ট আইনে অভিযুক্ত সুমন মিয়াকে দোষী সাব্যস্ত করে ১৪৭ ধারায় ৬মাস, ৪৪৭ ধারায় ২ মাস, ৩০৭ ধারায় ১০ বছর এবং ১৪৯ ধারায় তিন বছর ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করে দক্ষিণ জেলা দায়রা বিচারক গৌতম দেবনাথ।
উল্লেখ্য, ২০১৭ সালে ৮ মার্চ রাত ৮টা নাগাদ রাজনগর ব্লকের সিদ্ধিনগর স্থিত সীমান্তের কাঁটাতারের বেড়ায় ওপারে মুসলিম পাড়ায় ১০ থেকে ১২ জনের বাংলাদেশী দুর্বৃত্তরা আক্রমণ করে। সেই দিন মুসলিম পাড়ায় আক্রমণ করে দুর্বৃত্তরা সেই নিরীহ মুসলিম গ্রামবাসীদের উপর অমানবিক অত্যাচার এবং লুটপাট করে।
দুর্বৃত্তদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পরে। ওই সময় দুর্বৃত্তরা গ্রামবাসীদের উপর গুলি চালায়। ওই দিনের ঘটনায় বাংলাদেশী নাগরিক নুসাদ আলী (৫০) মারা যায় এবং পাঁচ জন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে তাদের বিএসএফের সহায়তায় হাসপাতালে পাঠায়।