মরসুমের শীতলতম দিনটি কাটাচ্ছে দিল্লিবাসী, তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : শীতে কাঁপছে দিল্লিবাসী। সারা দেশেই নামছে পারদ। পুরো উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। শনিবার দিল্লির তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা ছিল। এই ঠাণ্ডায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন পথবাসীরা। রাতে তাঁরা ভিড় করছেন নাইট শেল্টারগুলিতে। গৃহহীনদের জন্য শেল্টারগুলি চালায় রাজ্য সরকার।
দিল্লিতে মোট ২৪৮ টি নাইট শেল্টার আছে। প্রতিটিতে ৬০ জন করে থাকেন। আবহবিদরা বলেছেন, আগামী কয়েক দিনে আরও ঠান্ডা পড়বে। শনিবার রাজধানীর আকাশ আছে পরিষ্কার। সকালের দিকে সামান্য কুয়াশা ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২১ ডিগ্রি ও চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পাঞ্জাব ও হরিয়ানার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অমৃতসর এবং লুধিয়ানায় তাপমাত্রা যথাক্রমে ৩.৩ এবং ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানা সরকার জানুয়ারি ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত শীতের ছুটি ঘোষণা করেছে।