আগরতলা, ১৯ ডিসেম্বর: আশুগঞ্জ থেকে সোনামুড়া পর্যন্ত গোমতী নদীর গভীরতা বাড়ানোর কাজ শুরু হচ্ছে আগামী জানুয়ারি মাস থেকে। তার আগে আগামী ২৬ ডিসেম্বর রাজ্যে আসছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের একটি টেকনিক্যাল টিম।
দিল্লি থেকে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব টেলিফোনে এই খবর জানান। তিনি জানান, আগামী জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে আশুগঞ্জ থেকে সোনামুড়া পর্যন্ত গোমতী নদীর গভীরতা বৃদ্ধির কাজ। আগামী ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের টেকনিক্যাল টিম রাজ্যে আসছেন। টিমের বিশেষজ্ঞরা আগরতলায় এসেই সোজা চলে যাবেন সোনামুড়ায়।
সেখানে গিয়ে তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন। তিনি জানান, কতগুলো ছোট ও মাঝারি জাহাজ একসাথে নোঙর করতে পারবে তা তারা খতিয়ে দেখবেন। সেই সঙ্গে তার জন্য যে পরিকাঠামো তৈরি করা দরকার তাও পরীক্ষা করে দেখবে ওই টেকনিক্যাল টিম।
মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব জানান, এই টেকনিক্যাল টিমটি পণ্যসামগ্রী লোডিং আনলোডিং করার সমস্ত পরিকাঠামোও খতিয়ে দেখবে। এই টেকনিক্যাল টিমটি সরজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখে দিল্লি ফিরে যাবে। তারা কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে। এর পর থেকেই শুরু হবে কাজ।