BRAKING NEWS

রাফাল ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির দাবিতে অনড় কংগ্রেস

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : রাফাল ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির দাবিতে অনড় কংগ্রেস। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিলেও তা মানতে নারাজ কংগ্রেস। যৌথ সংসদীয় কমিটির দাবিতে কংগ্রেস সাংসদদের হই হট্টগোলের জেরে শীতকালীন অধিবেশনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। বুধবার বর্ষীয়ান কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে বলেন, বোফর্স, টু-জির মত রাফাল নিয়েও যৌথ সংসদীয় কমিটি গঠন করা হোক। তা হলেই সংসদের অচলাবস্থা চলবে।

এদিন মল্লিকার্জুন খারগে বলেন, ‘রাফাল নিয়ে যৌথ সংসদীয় কমিটির দাবি আমরা জানিয়ে যাব। রাফাল নিয়ে ধোঁয়াশা তখনই কাটবে যখন যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে। বোফর্স, টু-জির মতো রাফাল নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করা হোক। সংসদের অধিবেশন যে বাঁধার সম্মুখীন হচ্ছে, তা আর হবে না।’

রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে বলতে গিয়ে বর্ষীয়ান এই কংগ্রেস সাংসদ বলেন, ‘বিমানের দাম সম্পর্কে কোনও রায় দেয়নি আদালত। হ্যাল বা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি নিয়েও আদালত কিছু বলেনি। বিমানের দাম এবং প্রযুক্তির আদানপ্রদান নিয়ে আদালতে কোনও নথি পেশ করেনি কেন্দ্র। নভেম্বর মাসে আমরা বলেছিলাম রাফাল সমস্যার সমাধান আদালতে হবে না। রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানের এক মাস আগে থেকে এই কথা আমরা বলে আসছিলেন।’

প্রসঙ্গত, রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানের পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মল্লিকার্জুন খারগে। তিনি বলেন, ‘আদালতে কেন্দ্র জানিয়েছিল, রাফাল নিয়ে ক্যাগের রিপোর্ট পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে পেশ করা হয়েছে। আদালতে পেশ করা কেন্দ্রের এই তথ্য একেবারে অসত্য।’ এরপর কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ব্যাকরণগত ত্রুটির জন্যই এই ভুল বোঝাবুঝি হয়েছে। ত্রুটি শুধরে নেওয়ার জন্য ফের হলফনামা আদালতে পেশ করেছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *