শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি. স.) : উপত্যকায় অব্যাহত শৈত্যপ্রবাহ। বুধবার উপত্যকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে নিচে। তবে রাতের তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, লেহ ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি থেকে বেড়ে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস হয়। লাদাখ অঞ্চলের কারগিল শহরে রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে, যেখানে মঙ্গলবার শীতলতম ছিল লেহ।
বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, লেহর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস, পেহলগাওঁয়ের তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি। অন্যদিকে জম্মু অঞ্চলের বেশিরভাগ অংশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, মন্দির শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত সপ্তাহে তুষারপাতের পর থেকে দোদা জেলার ভাদেরওয়া শহরে তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রির কাছাকাছি। গতরাতে মাইনাস ০.৬ ডিগ্রির পর বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে ভাদেরওয়ায়। আবহাওয়া দফতর সূত্রে খবর,প্রবল তুষারপাত চলছে লাদাখ অঞ্চলে। বুধবার কারগিলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রিসী জেলার কাটরা শহরে যেখানে বৈষ্ণোদেবীর তীর্থযাত্রীদের বেস ক্যাম্প ফেলা হয় সেখানে তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আরও এক সপ্তাহের জন্য শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, তবে রাতের আকাশ পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছে।