ভ্যালেন্সিয়া, ১৪ ডিসেম্বর (হি.স.) : লা লিগার অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা ৫-০ গোলে হারাল লেভান্তেকে৷ মেসি নিজে করলেন তিনটি গোল৷ সতীর্থদের দিয়ে করালেন দু’টি৷ পাঁচটি গোলের পিছনেই সক্রিয় অবদান রাখলেন এলএম টেন৷ মেসির হ্যাটট্রিক ছাড়া বার্সার হয়ে ম্যাচের অপর দু’টি গোল করেন সুয়ারেজ ও জেরার্ড পিকে৷ এই ম্যাচে হ্যাটট্রিকের সুবাদে চলতি মরশুমে ক্লাব ও দেশ মিলিয়ে ৫০টি গোল করেলেন মেসির৷ গত ন’টি মরশুমে মোট আটবার এমন কৃতিত্ব দেখালেন লিও টেন৷ লেভান্তের বিরুদ্ধে জয়ের পর ১৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ৩৪৷
লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সেভিয়া ও অ্যাটলেটিকে মাদ্রিদ৷ এই অবস্থায় দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে তিন পয়েন্টের ব্যবধান ধরে রাখতে হলে জয় ছাড়া কোনও উপায় ছিল না বার্সেলোনার৷ লেভান্তের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ে আপাতত পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান কিছুটা নিরাপদ করল বার্সা৷
লেভান্তের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে দু’টি গোল করে বার্সা৷ দ্বিতীয়ার্ধে আরও তিনটি৷ মাচের ৩৫ মিনিটের মাথায় মেসির পাস থেকে প্রথমবার প্রতিপক্ষের জালে বল জড়ান সুয়ারেজ৷ ৪৩ মিনিটে সার্জিওর পাস থেকে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন মেসি৷ ৪৭ মিনিটে দুরন্ত শটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন মেসি৷ ম্যাচে এটি তাঁর দ্বিতীয় গোল৷ ৬০ মিনিটে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বার্সার ব্যবধান বাড়িয়ে ৪-০ করেন তিনি৷ ৭৫ মিনিটে লালা কার্ড দেখে মাঠ ছাড়েন লেভান্তের কাবাকো৷ শেষ ১৫ মিনিট তাদের দশ জনে খেলতে হয়৷ এই সুযোগে বার্সা ম্যাচে পাঁচ গোলের বৃত্ত পূর্ণ করে৷ মেসির পাস থেকে বার্সার শেষ গোলটি করেন পিকে৷