নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে রবিবার, ১৬ ডিসেম্বর| রবিবার উত্তর প্রদেশের রায়বরেলিতে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে ২৩২-জাতীয়
সড়কের রায়বরেলি-ফতেহপুর-বান্দা সেকশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৩৮ কিলোমিটার প্রোজেক্ট তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫৫৮ কোটি টাকা| বুন্দেলখণ্ড, চিত্রকূট, লখনউ এবং উত্তর প্রদেশের পূর্বাঞ্চল জেলাগুলিকে সংযুক্ত করতে বিশেষ ভাবে সাহায্য করবে এই প্রোজেক্ট|
২৩২-জাতীয় সড়কের রায়বরেলি-ফতেহপুর-বান্দা সেকশনে দু’টি বাইপাস রয়েছে-একটি ফতেহপুর শহরের জন্য ১১ কিলোমিটার এবং লালগঞ্জ, রায়বরেলির জন্য ৫ কিলোমিটার| নব-নির্মিত এই হাইওয়ে যাত্রাপথের সময় কমানোর পাশাপাশি শহরের যানজটও কমাবে বলেই মনে করা হচ্ছে| এই হাইওয়ের মাধ্যমে পূর্বাঞ্চল এবং বুন্দেলখণ্ড রিজিওনের আর্থ-সামাজিক পরিকাঠামোর আরও শ্রীবৃদ্ধিই হবে, এমনই মত বিশেষজ্ঞদের|
2018-12-15

