BRAKING NEWS

রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট, উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট

নয়াদিল্লি ও জয়পুর, ১৪ ডিসেম্বর (হি.স.) : অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল৷ রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট৷ আর উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন সচিন পাইলট৷ শুক্রবার কংগ্রেসের জাতীয় পর্যবেক্ষক কেসি বেণুগোপাল সাংবাদিকদের জানান, দীর্ঘ আলোচনার পর দলের সভাপতি রাহুল গান্ধীর সিদ্ধান্ত মতে রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট ও উপ-মুখ্যমন্ত্রী পদে সচিন পাইলট-র নাম ঘোষণা করা হয়৷
শুক্রবার গেহলট ও পাইলট একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন৷ অবশ্য তাদের মাঝে দেখা গিয়েছে মহারাষ্ট্রের বিতর্কিত কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমকে৷ রাজস্থানের দুই যুযুধান শিবিরকে ঠাণ্ডা করতেই রাহুল গান্ধী ভরসা করলেন সঞ্জয় নিরুপমের উপরেই৷ মুখ্যমন্ত্রী হয়েই জনগণকে ধন্যবাদ জানিয়েছেন অশোক গেহলট৷ পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হয়েই সচিন পাইলটও ধন্যবাদ জানান৷ দুই নেতা জানিয়েছেন, নির্বাচনী ইস্তেহার মাফিক কাজ চালিয়ে যাওয়া হবে৷
এদিকে কংগ্রেস মহলের গুঞ্জন, লোকসভা নির্বাচনকে সামনে রেখেই অশোক গেহলটকে কুর্সিতে বসানোর জন্য সচিনকে রাজি করাতে পেরেছেন রাহুল গান্ধী৷ তবে প্রবীণ অশোক গেহলটের ব্যক্তি জনপ্রিয়তা প্রবল৷ সেটাও দরকার রাহুলের৷ রাজস্থান থেকে যত বেশি সম্ভব সাংসদ পাওয়া যায় ততই তাঁর পক্ষে সরকার গড়ার পথ পরিষ্কার হবে৷ সেই সঙ্গে যুক্ত হচ্ছে নবীন নেতা হিসেবে সচিন পাইলটের ভূমিকা৷ তবে উপমুখ্যমন্ত্রীর পদ তৈরি করে আপাতত শান্ত করা হল রাজপুতনার উঠতি কংগ্রেস নেতা তথা বিজেপি বিরোধী পরিবর্তনের হাওয়ায় বিপুল জয়ের নায়ক সচিন পাইলটকে৷
পরিস্থিতি এমন যে রাজপুতনার মাটিতে গেহলট ও পাইলট শিবিরের কোনও একপক্ষ বেঁকে বসলেই এই রাজ্যে কংগ্রেসের বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে৷ সেসব সামাল দিয়ে রাজ্য চালানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ পদে দুই নেতাকে বসিয়ে দিলেন রাহুল গান্ধী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *