কাল আইএনপিটির পথ অবরোধ রাজ্যের তিনটি জায়গায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ সোমবার নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে পথ অবরোধে বসছে আইএনপিটি৷ ঐদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বড়মুড়ার খামতিংবাড়ি, আমবাসা এবং হেজামারায় এই অবরোধ গড়ে তোলা হবে৷ বড়মুড়ার খামতিং বাড়ি এলাকায় রেললাইনও অবরোধ করা হবে বলে জানা গিয়েছে৷ আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, ইতিমধ্যের দল সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে৷ দলের সিদ্ধান্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রাখছে দলীয় শীর্ষ নেতৃত্বরা৷ প্রসঙ্গত, পুলিশ প্রশাসনের তরফ থেকেও ঐ তিন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে খবর মিলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *