বিয়ের চার মাসের মধ্যে মেয়ে নিখোঁজ, পুলিশি তদন্তে ক্ষোভ বাবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ ১০ দিন পেরিয়ে গেল। এখন পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশি তদন্তের ধরণে প্রচণ্ড ক্ষুব্ধ গৃহবধূর বাবা।
পুলিশি তদন্তে কোনও আস্থা রাখতেই পারছেন না গৃহবধূর বাবা স্বপন মোদক। তিনি জানান, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে তাঁর মেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল৷ রাতে বাবার পাশাপাশি গৃহবধূকে খুঁজতে তার শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছিলেন। কিন্তু কোথাও নিখোঁজ গৃহবধূর খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে নিখোঁজ গৃহবধূর বাবা স্বপন মোদক মেয়ের নিখোঁজ সংবাদ পুলিশের কাছে জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু বিগত ১০ দিন ধরে পুলিশ তদন্ত চালিয়ে গেলেও কোনও খোঁজ পায়নি গৃহবধূর। আর এ জন্যই ক্ষুব্ধ নিখোঁজ গৃহবধূর বাবা।
তিনি জানান, তাঁর মেয়েকে খুঁজে বের করে দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ পুলিশ। স্বাভাবিকভাবেই মেয়েকে হারিয়ে এক প্রকার দিশেহারা হয়ে গেছেন স্বপনবাবু। তিনি এখন পাগল পাগল হয়ে সদ্যবিবাহিতা মেয়ের সন্ধানে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন।
এদিকে নিখোঁজ গৃহবধূ মহামায়ার খোঁজে তার শ্বশুরবাড়ির লোকেরাও খোঁজাখুঁজি করছেন। জানা গেছে, আজ থেকে চার মাস আগে স্বপন মোদকের মেয়ে মহামায়া মোদকের সাথে রূপাইছড়ি ব্লক এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের ছেলে রাজীব দাসের বিয়ে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *