নিজস্ব প্রতিনিধি, নতুনবাজার, ৬ ডিসেম্বর৷৷ সুকল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের পর খুন করে মৃতদেহ মাটি চাপা দেওয়া হল৷ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ জেলার নতুনবাজার এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে৷ অপর এক যুবককে পুলিশ অল্পের জন্য ধরতে পারেনি৷
সংবাদে প্রকাশ, করবুক মহকুমার নতুনবাজার থানার অধীন পূর্ব মাণিক্য দেওয়ান গ্রামের নতুন কলোনীর জঙ্গল থেকে ঐ কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, প্রথমে ঐ কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে৷ এবং খুন করে মৃতদেহ মাটির নীচে চাপা দিয়ে দেওয়া হয়৷ মৃতার নাম
মাধবী ত্রিপুরা৷ স্থানীয় কৃষ্ণকান্ত পাড়া সিনিয়র বেসিক সুকলের অষ্টম শ্রেণীতে পড়াশুনা করত মাধবী৷ বুধবার সকালে মাধবী সুকলের উদ্দেশ্যে যায় পরীক্ষা দেওয়ার জন্য৷ দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও সে বাড়ি ফিরেনি৷ সন্ধ্যা ঘনিয়ে আসতেই দুশ্চিন্তায় পড়ে যান মাধবীর বাবা মনোরঞ্জন ত্রিপুরা সহ পরিবারের লোকজন৷ তারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছেন৷ আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ নিয়ে জানতে পারেন মাধবী কোথাও যায়নি৷ তারপরই তারা এলাকায় খোঁজাখঁুজি শুরু করে দেয়৷
রাত পোহালে বৃহস্পতিবার সকাল থেকেই এদিন ওদিক ছুটতে থাকেন পরিবারের লোকজন৷ বিভিন্ন লোকের সাথে কথা বলে পরিবারের লোকজন জানতে পারে মাধবীকে এলাকারই দুই যুবক কষ্টরাই ত্রিপুরা (৩০) এবং বনজয় ত্রিপুরা (১৯) এর সাথে দেখা গিয়েছিল৷ সাথে সাথেই ঐ দুই যুবককে আটক করে মাধবী সম্পর্কে জানতে চায়৷ ওই দুই যুবকের কথাবার্তায় অসংলগ্ণতা পেয়ে ধারণা করা হয় যে মাধবী নিখোঁজ হওয়ার পিছনে তাদের হাত রয়েছে৷ ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন কষ্টরাই ও বনজয়কে মারধর করে৷ গণধোলাই খেয়ে তারা পুরো ঘটনা খুলে বলে৷ কিভাবে মাধবীকে অপহরণ করা হয়েছে এবং তাকে ধর্ষণের পর খুন করে কোথায় মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে, সবই বলেছে তারা৷ খবর দেওয়া হয় নতুনবাজার থানায়৷ খবর পেয়ে বিশাল সংখ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ পুলিশ বনজয় ত্রিপুরাকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করতে পারলেও ভীড়ের মধ্যে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয় কষ্টজয় ত্রিপুরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ জমাতিয়া, অমরপুরের এসডিপিও সৌভিক দে, নতুনবাজার থানার ওসি, করবুকের মহকুমা শাসক সহ পদস্থ আধিকারীকরা৷ মৃতদেহ মাটির নীচ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই ঘটনায় নতুনবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷
2018-12-07
