ঢাকা, ৫ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ হওয়ার পর এবার একদিনের সিরিজ জয় করতে মরিয়া ক্যারিবিয়ানরা। আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজ প্রথম ম্যাচ আগামী ৯ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের চোট থাকায় তাঁর জায়গায় সফরকারী দলের নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। এ ছাড়া একদিনের স্কোয়াডে ফেরানো হয়েছে ড্যারেন ব্রাভোকে। বাঁহাতি এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় দুই বছরেরও বেশি সময় আগে।
ক্যারিবীয়দের টি-২০ অধিনায়ক কার্লোস ব্রাফেট ও রোস্টন চেজও ফিরেছেন স্কোয়াডে। তবে মারকুটে ওপেনার এভিন লুইসের জায়গা হয়নি। এর আগে ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দল রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে নিজের নাম প্রত্যাহার করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন, ‘জ্যাসন হোল্ডারের অনুপস্থিতিতেও দলটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকবে, কারণ ব্রাভো যোগ দিয়েছেন। ব্যাটিংয়ে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।’
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্রাফেট, কেমো পল, কাইরন পাওয়েল, ফাবিয়েন অ্যালেন, কেমার রোচ, সুনীল আমব্রিস, ওশানে থমাস।