BRAKING NEWS

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দলের ঘোষণা বিসিসিআই-র

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.) : ফের টেস্ট দলে ডাক পেলেন রোহিত শর্মা। বৃহস্পতিবার অ্যাডিলেডে শুরু হতে চলা প্রথম টেস্টে ১২ জনের দল ঘোষণা করল বিসিসিআই। আর সেখানেই ঠাঁই পেয়েছেন তিনি।
প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দল থেকে ছিটকে যেতে হয়েছিল দুরন্ত ছন্দে থাকা পৃথ্বী শ’কে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, প্রথম টেস্টে কোনওভাবেই খেলতে পারবেন না তিনি। শারীরিক পরিস্থিতি দেখে পরের ম্যাচে তাঁকে নেওয়া যায় কিনা, তা ঠিক হবে। তবে কোচ রবি শাস্ত্রী এদিন জানান, দ্রুত সুস্থ হয়ে উঠছেন তরুণ ক্রিকেটার। সম্ভবত তৃতীয় টেস্টে ফিরবেন তিনি। পৃথ্বী বাদ পড়ার পর থেকেই জল্পনা ছিল তুঙ্গে। পৃথ্বীর পরিবর্ত হিসেবে দলে কাকে দেখা যাবে, তা নিয়েই চলছিল হাজারো আলোচনা। বুধবার প্রথম ১২ জনের দল ঘোষণার পর সে ছবি অনেকটাই পরিষ্কার হল।
চলতি বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রোহিতের পারফরম্যান্স হতাশ করেছিল। তারপর থেকেই পাঁচদিনের ক্রিকেটে দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের শিঁকে ছিঁড়েছে তারকা ব্যাটসম্যানের। এবার দেখার প্রথম একাদশে রোহিত জায়গা পান কিনা। সেক্ষেত্রে মুরলী বিজয় কিংবা লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং করতেও দেখা যেতে পারে তাঁকে। অথবা তাঁকে ছ’নম্বরেও খেলাতে পারেন অধিনায়ক বিরাট কোহলি। এদিকে, দলে মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং জশপ্রিত বুমরাহ থাকায় জায়গা পেলেন না পেসার ভুবনেশ্বর কুমার। ভারতের প্রাক্তন তারকা জাহির খান আবার ইশান্তের পরিবর্তে উমেশ যাদবের পক্ষে সুর চড়িয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট দলে অভিজ্ঞ খেলোয়াড় নিতেই বেশি আগ্রহী। রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি পার্ট-টাইম স্পিনার হিসেবে দেখা যেতে পারে হনুমা বিহারীকে।
একনজরে দেখে নিন ঘোষিত প্রথম ১২ জনের ভারতীয় দল।
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মুরলী বিজয়, রোহিত শর্মা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও জশপ্রিত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *