কংগ্রেসের কোনও নীতি-আদর্শ নেই : অমিত শাহ

চিত্তৌরগড়, ৩ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেসের কোনও নীতি এবং আদর্শ নেই। সোমবার রাজস্থানের চিত্তৌরগড়ের নির্বাচনী জনসভা থেকে এমনই ভাষায় কংগ্রেসের নিন্দায় সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থানে। তার আগে এদিন কংগ্রেসের নিন্দায় মুখর হয়ে অমিত শাহ বলেন, একদিকে জাতীয়তাবাদী দল যার নেতৃত্বে রয়েছেন নরেন্দ্র মোদী। আর এদিকে রয়েছে নীতিহীন-আদর্শহীন দল কংগ্রেস যার নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী। তাই জনগণকে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনও একটি দলকে বেছে নিতে হবে। কংগ্রেসের আমলে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহ বলেন, মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল তখন ত্রয়োদশ অর্থ কমিশনে রাজস্থানের জন্য ১.০৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিল। বর্তমানে মোদী সরকার সেই বরাদ্দ বাড়িয়ে করেছে ২.৬৫ লক্ষ কোটি টাকা। পাশাপাশি একটি বড় প্রকল্পের জন্য ৩৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের উন্নয়নের জন্য ১২৯টি প্রকল্প বাস্তবায়িত করেছে বর্তমান সরকার। কংগ্রেসের আমলে রাজ্যে যথা্যথ উন্নয়ন হয়নি। তাই বিজেপি-কে আরও একটি সুযোগ দেওয়া হোক। পৃথিবীতে পাঁচটি জিনিস রয়েছে মহাকাশ, আকাশ, ভূমি, সমুদ্র এবং পাতাল। কংগ্রেস মহাকাশে ইসরো ও টু-জি দুর্নীতি করেছে। আকাশে ওয়েস্টল্যান্ড-হেলিকপ্টার এবং ভূমিতে আদর্শ সোসাইটি, জলে সাবমেরিন, পাতালে কয়লা দুর্নীতি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *