নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ শনিবারই শাসক দলের বিরুদ্ধে ব্যপক অভিযোগ এনেছে বিরোধী সিপিআইএম৷ আর রবিবার প্রায় একই অভিযোগ আনল কংগ্রেস৷ কংগ্রেসের অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্থানেই শাসক দলীয় কর্মী সমর্থকরা বিভিন্ন হামলা হুজ্জুতি করে মনোনয়ন দাখিল করতে দিচ্ছে না তাদরে প্রার্থীদের৷ কোনও ক্ষেত্রে মনোনয়ন দাখিল করতে পারলেও সেই সংখ্যা একেবারেই নগন্য৷
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে রবিবার সভাপতি বীরজিৎ সিনহা বলেছেন, এভাবে হামলা হুজ্জুতি চলতে থাকলে আগামী সাত ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা অপেক্ষা করে, যেকোন সময়ই যেকোন ধরনের আন্দোলনে ঝাঁপাতে পারে৷ এমনিতে তারা মনোননয় দাখিলে শেষ দিন চার ডিসেম্বর পর্যন্তই৷ রাজ্যের বিভিন্ন স্থানে প্রার্থী দিতে তৈরী আছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তাঁর অভিযোগ এক স্বৈরাচারী সরকারের শাসন কায়েম করতে চাইছে তারা৷
এদিকে, মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক বলেছেন, বিভিন্ন সময়েই শাসক বিজেপি অভিযোগ করে বলে বিরোধীদের কাছে নাকি পর্যাপ্ত সংখ্যায় প্রার্থী নেই৷ আমরা বলি, একেবারেই তা ভ্রান্ত ধারণা৷ আসলে হামলা হুজ্জুতি আর প্রাণনাশের ভয়ে প্রার্থীদের দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থীদের বাড়িতে গিয়েও তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ সার্বিকভাবে পরিস্থিতি নিয়ে পুলিশের পদস্থ আধিকারিকরকে ফোন করা হলেও পাওয়া যাচ্ছে না বলে জানালেন বীরজিৎবাবু৷ মুখপাত্র বলেন, সরকার এবং নির্বাচন কমিশন এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা না গ্রহণ করলে যেকোনও সময়ই যে কোনও ধরনের আন্দোলনে যেতে প্রস্তুত আমরা৷
2018-12-03