নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ পানীয় জলের দাবিতে প্রমীলা বাহিনীর রাস্তা অবরোধ। ঘটনা কদমতলা আর ডি ব্লকের বড়গুলে খুদ প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথের গ্ৰামে। আজ সকাল ৭ ঘটিকা থেকে এই গ্রামের মহিলা পুরুষরা কদমতলা ধর্মনগর প্রধান সড়ক টি অবরোধ করে বসে। তাদের অভিযোগ ডিব্লুএস দপ্তর সাপ্লাই পরিষেবা দেওয়ার নামে তাদের সাথে তালবাহানা করছে। গ্রামে চলছে তীব্র জল সংকট অথচ জল
সাপ্লাই বন্ধ করে রাখা হয়েছে। অবরোধকারীরা জানায় যতক্ষণ এই সমস্যার নিরসন হবে না ততক্ষণ রাস্তা অবরোধ চলবে। ওই গ্রামে পানীয় জল সংকট নতুন কোনো বিষয় নয়। অবরোধের ফলে গাড়ি ঘোড়া আটক হয় পথ চলতি মানুষ কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে সঞ্জু নাথ নামের পাম্প অপারেটর এর নামে বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসী। অভিযোগ টাকা দিলেই জল মিলে সম্পূর্ণভাবে ঘুষ খুরী কান্ড চালিয়ে যাচ্ছে সে বলে অভিযোগ। রবিবার বন্ধের দিন থাকায় প্রশাসনিক কোন আধিকারিক না আসলেও ছুটে আসেন বিজেপি কিষান মোর্চার উত্তর জেলার সহ সভাপতি সুব্রত দেব। তিনি অবরোধকারীদের সাথে কথা বলে ছুটে যান পাম্প অপারেটর এর কাছে। পাম্প অপারেটর কে বলে সাপ্লাই পরিষেবা পুনরায় চালু করার পর অবরোধ তুলে নেয় গ্রামবাসী। তবে এলাকাবাসীর তরফ থেকে পাম্প অপারেটর সঞ্জু নাথ কে অপসারণ করার দাবি উঠছে। গ্রামবাসীর অভিযোগ এর সাফাই দিতে গিয়ে সঞ্জু নাথ জানায় বিদ্যুতের জন্য পরিষেবা ব্যাহত হচ্ছে। সে নাকি সকাল বিকাল টাইমে সাপ্লাই পরিসেবা দিচ্ছে। তাহলে কি গ্রামবাসী মিথ্যে অভিযোগ করছে প্রশ্নটা তোলা রইলো। তবে এই পাম্প অপারেটর এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। অন্যদিকে বিজেপি নেতা সুব্রত দেব জানান আজ বিকাল 4 ঘটিকায় ডিডাব্লু এস এসডিও কে নিয়ে বৈঠক করা হবে। যাতে সমস্যা নিরসন হয়।
2018-12-03

