ধর্মনগর (ত্রিপুরা), ১ ডিসেম্বর, (হি.স.) : বালি তুলতে গিয়ে মাটি ধসে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম জসিম উদ্দিন (২৫)। জানা গেছে, তার বাড়ি কুমারঘাট বাতাছড়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকালে ধর্মনগর অটোস্ট্যান্ড লাগোয়া পশ্চিম চন্দ্রপুরে বালি তুলতে যান জসিম উদ্দিন। বালি
তুলতে তুলতে হঠাৎ করে মাটি ধসে পড়ে জসিমের ওপর। মাটির নীচে চাপা পড়ে যান জসি। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন তাঁকে মাটির নীচ থেকে বের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তুলতে তুলতে হঠাৎ করে মাটি ধসে পড়ে জসিমের ওপর। মাটির নীচে চাপা পড়ে যান জসি। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন তাঁকে মাটির নীচ থেকে বের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এদিকে হাসপাতাল থেকে এ ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায় এবং মৃত জসিম উদ্দিনের দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। ময়না তদন্তের শেষে পুলিশ জসিম উদ্দিনের মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছা।
বাড়িতে জসিমের মৃতদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এ ঘটনায় কুমারঘাট বাতাছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

