BRAKING NEWS

করাচিতে চিনা দূতাবাসের কাছে সন্ত্রাসবাদী হামলা : ধৃত আরও বেশ কয়েকজন সন্দেহভাজন

করাচি, ১ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানের করাচিতে চিনা দূতাবাসের কাছে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ| অ্যাডিশনাল আইজি (করাচি) আমির শেখ জানিয়েছেন, চিনা দূতাবাসের হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে| হামলা চালানোর প্রাক্কালে কোন হোটেলে আশ্রয় নিয়েছিল সন্ত্রাসবাদীরা তাও জানা গিয়েছে| তবে, ধৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেনি পুলিশ| অ্যাডিশনাল আইজি আমির শেখ আরও জানিয়েছেন, চিনা দূতাবাসের হামলার ঘটনার তদন্ত করছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)| পাশাপাশি এই মামলার তদন্ত করছে রেঞ্জার্স, গোয়েন্দা বিভাগ অবং পুলিশ|
গত ২৩ নভেম্বর করাচির ক্লিফটন ব্লক ৪-এ চিনা দূতাবাসের ভিতরে ঢোকার চেষ্টা করে ৩ জন সশস্ত্র সন্ত্রাসবাদী| ৩ জন জঙ্গি নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে চিনা দূতাবাসের ভিতরে ঢোকার চেষ্টা করে, তখনই চেকপয়েন্টে সন্ত্রাসবাদীদের আটকে দেন নিরাপত্তারক্ষীরা| সন্ত্রাসবাদীদের চেকপয়েন্টে আটকে দেওয়া মাত্রই দু’পক্ষের মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই| বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারান দু’জন পুলিশ কর্মী, এছাড়াও একজন পুলিশ কনস্টেবল গুরুতর জখম হয়েছেন| নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয় ৩ জন সন্ত্রাসবাদী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *