BRAKING NEWS

শর্তসাপেক্ষে রামলীলা ময়দান থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার অনুমতি কৃষকদের : দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): কৃষকদের গন্তব্য পার্লামেন্ট স্ট্রিট| তবে, শর্তসাপেক্ষে তাঁদের রামলীলা ময়দান থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার অনুমতি দিল দিল্লি পুলিশ| কৃষকদের মিছিল প্রসঙ্গে নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার মধুর বর্মা জানিয়েছেন, ‘কৃষকদের নেতাদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে দিল্লি পুলিশের| শর্তসাপেক্ষে তাঁদের রামলীলা ময়দান থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে| আমাদের বিশ্বাস, শর্ত তাঁরা মানবেন|’ ডেপুটি পুলিশ কমিশনার মধুর বর্মা আরও জানিয়েছেন, ‘সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| অনন্তপক্ষে ৮,০০০ কৃষক রামলীলা ময়দানে পৌঁছেছেন| পার্লামেন্ট স্ট্রিটে মিছিল শেষ করবেন কৃষকরা|’
প্রতিশ্রুতি মিলেছিল ভুরিভুরি| কিন্তু, দাবিদাওয়া পূরণ হয়নি এখনও| আর তাই ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা| ঋণ মকুব, ফসলের ন্যায্য দাম-সহ একগুচ্ছ দাবি নিয়ে ফের রাজধানীতে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা| মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে এসেছেন কৃষকরা| মোদী সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিতেই আবারও দিল্লিতে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা| সবথেকে বেশি সংখ্যায় কৃষকরা এসেছেন মহারাষ্ট্র থেকে| বৃহস্পতিবার সন্ধ্যায় রামলীলা ময়দানে বিরাট সভার আয়োজন করা হয়| রাতে রামলীলা ময়দানেই কাটিয়েছেন কৃষকরা| শুক্রবার সকালেই শুরু হয়ে গিয়েছে কৃষকদের ‘কিষাণ মুক্তি মোর্চা’| এদিন সকালেই প্রতিটি কৃষক সংগঠনের সদস্যরা রামলীলা ময়দানের প্রধান গেটের সামনে জড়ো হন| শ্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে| বেশ কয়েকজন কৃষকের হাতে আবার নরকঙ্কালও দেখতে পাওয়া যায়| যে সমস্ত কৃষকরা দেনার দায়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তাঁদের নরকঙ্কাল নিয়ে মিছিলে যোগ দিয়েছেন কৃষকরা|
রাম রামলীলা ময়দান থেকে সরাসরি সংসদ ভবনের উদ্দেশে রওনা হচ্ছেন কৃষকরা| কৃষকদের মিছিলকে ঘিরে রাজধানীতে এদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে| জয়েন্ট সিপি (ট্র্যাফিক) জানিয়েছেন, ট্র্যাফিক রুট নিয়ে প্রতি মুহূর্তে ফেসবুক এবং টুইটারে আপডেট দেওয়া হয়েছে| যাত্রীদের আপডেট থাকতে অনুরোধ করা হয়েছে| যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কমপক্ষে ১,০০০ ট্র্যাফিক কর্মী মোতায়েন করা হয়েছে| রাজধানীর ৱুকে এত বড় কৃষক আন্দোলন এর আগে কখনও হয়নি| এবার কৃষকদের দাবি, কৃষকদের ঋণ মকুব এবং ফসলের ন্যায্য দাম নিয়ে তিন সপ্তাহের বিশেষ অধিবেশন বসুক| গড়ে তোলা হোক জাতীয় কৃষি ঋণ মকুব কমিশন| কৃষকদের মিছিলকে ঘিরে যাতে কোনওররম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *