নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): দিল্লিবাসীর গর্বের সিগনেচার ব্রিজে দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা| গত সপ্তাহেই সিগনেচার ব্রিজে দুর্ঘটনার বলি হন দু’জন মেডিক্যাল পড়ুয়া-সহ ৩ জন|একইসঙ্গে কার্যত ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে যমুনা নদীর উপর তৈরি হওয়া এই ব্রিজ| এই প্রবণতা সত্যিই উদ্বেগজনক| উদ্বেগ প্রকাশ করল দিল্লি পুলিশও| দিল্লি পুলিশের মতে, সিগনেচার ব্রিজ ট্যুরিস্ট স্পট নয়, সেটা বুঝতে হবে মানুষকে|
ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানিয়েছেন, সিগনেচার ব্রিজের উপর দুর্ঘটনা রুখতে হলে, সর্বপ্রথম মানুষকে বুঝতে হবে এটি ব্রিজ, ট্যুরিস্ট স্পট নয়| ট্যুরিস্ট স্পষ্ট ভেবে মানুষ এখানে আসছেন,স্বাভাবিকভাবেই দুর্ঘটনার শিকার হচ্ছেন| উদ্বোধন হওয়ার পর থেকেই পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সিগনেচার ব্রিজ| প্রসঙ্গত, প্রায় ৮ বছর ধরে তৈরি হয়েছে সিগনেটার ব্রিজটি| যমুনা নদীর উপর তৈরি হওয়া এই ব্রিজে সেলফি তোলার জন্য নির্দিষ্ট কয়েকটি জায়গা স্থির করা হয়েছে| তা সত্ত্বেও, দিল্লিবাসীর গর্ব সিগনেচার ব্রিজ উদ্বোধন হওয়ার পর থেকেই দুর্ঘটনা বেড়েই চলেছে| গত সপ্তাহে পরপর দু’দিন সিগনেচার ব্রিজের উপরই দুর্ঘটনার বলি হন ৩ জন|