নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আবারও বিশ্বের দরবারে রাজ্য তথা দেশকে গর্বিত করলেন দীপা কর্মকার৷ জার্মানিতে অনুষ্ঠিত জিমনাস্টিক বিশ্বকাপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিলেন তিনি৷ প্রতিযোগিতায় তাঁর ভোল্টে স্কোর হয়েছে ১৪.৩১৬৷ এই প্রতিযোগিতায় স্বর্ণ পদক দখল করেন ব্রাজিলের রেবেকা এনরেড এবং রৌপ্য পদক দখল করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাডে কেরে৷
2018-11-25